প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১, ২০২১ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন টিটু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী, জেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।