বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২১ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের বানেহালা মোড়ে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৪ টার দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আনুমানিক ৫ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম জানান, শুক্রবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে মোহাম্মদ শাহিদের মুদির দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের মনিরের ঔষধের দোকানে ও দেলোয়ারের মুদির দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দুই ঘন্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে আগুনে দুইটি মুদির দোকান ও একটি ঔষুধের দোকানে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com