বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩০, ২০২১ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মদের আয়োজনে থানা চত্বরে এ সমাবেশে আয়োজন করা হয়।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মদ, গফরগাঁও পৌরসভায় প্যানেল মেয়র মোঃ শাহজাহান সাজু, মশিউর রহমান কিরণ, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইঁয়া, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ বাচ্চু, সরকারি কলেজ শাখার ছাত্রলীগের যূগ্ন-আহবায়ক সাব্বির আহমেদ, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জনগণের সাথে পুলিশের আস্থা বিশ্বাস স্থাপন হবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থায়। এর মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা অনেকটা কমানো সম্ভব হবে। মাদক নির্মূল, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সহায়ক ভূমিকা রাখবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com