প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২১ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৮ অক্টোবরঃ
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় হোটেল সিটি গার্ডেনে বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শওকত আলীর (ভারপ্রাপ্ত সভাপতি) সভাপতিত্বে আ’লীগের সম্মেলন, ইউপি নির্বাচন, সাংগঠনিক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা আ’লীগের সহসভাপতি ফারুক আহম্মেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আশরাফুল হক জজ, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুমসহ উপজেলা ও ইউনিয়নের আ’লীগের বিভিন্ন পর্যায়ের সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।