প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৮, ২০২৪ সময়ঃ ১০:৪৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমানকে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ঢাকা প্যান প্যাসিফিক হোটেল, সোনারগাঁ হলরুম থেকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক ও অধ্যক্ষ
মোঃ হাবিবুর রহমান করোনা কালীন সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখেন। এছাড়া শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি।
ইতিপূর্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানকে মানবাধিকার জোট এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী স্মৃতি সম্মাননা-২০২৩ এবং জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি অ্যাওয়ার্ড সম্মাননা-২০২৩ স্মারক প্রদান করা হয়।