প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২৪ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল রোববার সকালে পালিত হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শিক্ষক-শিক্ষার্থীদের পুস্পস্তবক অর্পণের পর হয় বিদ্যালয় রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, প্রভাষক আফজাল আহমেদ, প্রভাষক মোঃ মাকসুদুর রহমান গোলন্দাজ, প্রভাষক মোঃ মতিউর রহমান, প্রভাষক তোফায়েল আহমেদ প্রমুখ। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু বিষয়ক বই পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ ফেরদৌস মিয়া। বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
##