বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৪, ২০২১ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় এলাকায় অবস্থিত ইকবাল ইলেকট্রনিক্ম দোকানে আজ রোববার (২৪ অক্টোবর) সকালে বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের একটি টিম। এসময় ইকবাল ইলেকট্রনিক্স নামক দোকানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করে আদায় করেন।
জানা যায়, অভিযানে ইকবাল ইলেকট্রনিক্সে নকল ইলেকট্রনিক্স পন্য ফ্রিজ পাওয়া যায়। স্যামস্যাং ও ওয়ালটন কোম্পানির লেবেল লাগিয়ে ইলেকট্রিক পন্য ও ফ্রিজ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে সাথে সাথে তা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মেজর আখেরের নেতৃত্বে একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার মনিটরিং টিম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দিয়ে জরিমানা আদায় করে ব্যবসায়িকে ভবিষ্যতের জন্য সচেতন করেন ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com