বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৪, ২০২১ সময়ঃ ৬:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা  ডেক্সঃ
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার গেন্ডারিয়াস্থ ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব এর বাসায় জগদীশ সরকার ও শীলা হালদারের নেতৃত্বে আগত সংখ্যালঘু  সম্প্রদায়ের এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক  পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান সম্প্রতি কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন রেখে কোরআনের অবমাননা এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হিন্দুদের উপাসনালয় ও বাড়ী-ঘরে আক্রমণ ও ভাংচুর এ দুটি ঘটনারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উভয় ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের নিকট জোর দাবী জানান।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, দেশের  শান্তি ও উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যেই হোক না কেন দেশের শান্তি ও  উন্নয়নের স্বার্থে তাদের বিরুদ্ধে সরকার কে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যে কোন মূল্যে দেশে সাম্প্রদায়িক  সম্প্রীতি বজায় রাখতে হবে।  তিনি বলেন, ইসলাম শান্তির  ধর্ম মহানবী (সাঃ) দেশের সকল ধর্মের নাগরিকদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিক্ষা দিয়েছেন।  মহানবী (সাঃ) সংখ্যালঘু সম্প্রদায়কে স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মকর্ম পালনের সুযোগ দান এবং তাদের উপাসনালয় সমূহ নিরাপদ রাখা এবং তাদের জানমালের নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়ে গেছেন মুসলমানদের প্রতি। মহানবী (সাঃ) রাষ্ট্রের সকল ধর্মাবলম্বী নাগরিকদের শান্তিপূর্ণ  সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন।
মতবিনিময়কালে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে ছিলেন জগদীশ সরকার, শীলা হালদার, বিমল সাহা, পরিমল কুমার, অশোক রায় ও পূরবী দাস প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com