বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২০, ২০২১ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ,দিগন্তবার্তা, ২০ অক্টোবরঃ
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও শ্রমিকবাহি লেগুনা সংঘর্ষে দুই গার্মেন্ট শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আমিরাবাড়ি এলাকার নিগার জামান ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গার্মেন্টের শ্রমিকবাহি একটি লেগুনাকে পিছনদিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-২৭৫৬) ধাক্কা দিলে লেগুনাটি উল্টে গিয়ে ১৪ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় দুইজন শ্রকিক মারা যান। নিহত শ্রমিকরা হলেন, ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) ও একই এলাকার আলাল উদ্দিনের মেয়ে রিমা (২০)। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ত্রিশাল থানার এসআই আমিনুল ইসলাম জানান, সকাল ৭ টার সময় ইউটার্ণ নেয়ার সময় এই দুর্ঘটনরা ঘটে। লেগুণাটি ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলের শ্রমিক বহনকারী। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com