প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২১ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ
জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে জায়েদ হোসেন তাজিন এর বাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় (১৬/অক্টোবর/২০২১ ইং) ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় ও জায়েদ হোসেন তাজিন এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুসমত আলম সাধারণ ব্যাবসায়ী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজল আহমদ,এম এ মুহীন, নিফেশ দত্ত,সাবেক ইউপি সদস্য হারিছ আলী,উপস্থিত বক্তব্য রাখেন ,আয়োজিত অনুষ্ঠানের ৩ নং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ বর্তমান ইউপি সদস্য জায়েদ হোসেন তাজিন তিনি বলেন আমাকে দুই বার জনগণ নির্বাচিত করেছে আমি জনগণের সেবায় চলমান লিপ্ত ছিলাম,ওয়ার্ড এ বিভিন্ন উন্নয়ন মৃলক কার্যক্রম চলমান,করোনাভাইরাস মহামারী দুরযোগ মুহূর্তে আমি অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে ছিলাম সহযোগিতা করেছি এবং বাড়ী বাড়ি গিয়ে খুজ খবর নেই।,সমর সরকার,সিরাজুল ইসলাম বনবালী শ্রমিক ইউনিয়ন সভাপতি জুড়ী উপজেলা শাখা,আব্দুস শহীদ,ফয়ছল আহমেদ,নুরুল ইসলাম,মিটু আহমেদ,রশিদ আলী,আব্দুল হেকিম,আব্দুল আলিম,ফয়েজ আহমদ,হোসেন মিয়া,বদরুল হোসেন,পদিপ চৌহান,বিলু দে,হিমাংশু,জাকির মিয়া প্রমুখ।