বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২১ সময়ঃ ৬:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা,১৬ অক্টোবরঃ

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ সাতজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি গ্রামের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।
নিহতরা হলেন, ফজলুল হক আজমুল (৩২), মো. সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬), আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০) ও হেলেনা (৪০)। প্রাথমিকভাবে তাদের বাড়ির ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে চেলেরঘাট এলাকায় বিকল হওয়া একটি পাথরভর্তি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ বাসের পাঁচজন যাত্রী নিহত হন। এ ঘটনার পর পুলিশ-ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com