প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৯, ২০২১ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁওয়ে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। পৌর শহরের গতকাল শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে। একে একে ৫টি মুদির দোকানের ১৩টি সয়াবিন(কোয়ালিটি) তৈল চুরি সংঘটিত হওয়ার দোকানদারদের মাথায় হাত পড়েছে। জানা যায়, পৌর মহরের কলেজ রোডে মা বেকারির ২টি তেলের ড্রাম, স্বপন ষ্টোরের ২টি তেলের ড্রাম, আর্মি ষ্টোরের ২টি তেলের ড্রাম, মধ্য বাজার আনিছ ষ্টোরের ৩টি তেলের ড্রাম, মেক্য্রিস্ট্যান্ট সুন্দর আলীর ষ্টোরের ৪টি তেলের ড্রামসহ ১৩টি ড্রাম চুরি করে চোরেররা গাড়ি করে নিয়ে যায়। মা বেকারির মালিক পারভেজ ঢালী জানায়, প্রতি ড্রামে ১৮৫ কেজি তেল থাকে। প্রতিটি ড্রাম তেলের মূল্য ২৭ হাজার টাকা। মোট মূল্য ৩লক্ষ ৩৫ হাজার ৪শত টাকা। চুরি হওয়া স্বপন বাবু জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। কিন্তু (আজ) শনিবার সকালে এসে দেখি দোকানের তেলের ড্রাম নেই। এ রকম তেল চুরির ঘটনা জানাজানি হলে আরো ৫টি দোকানের সয়াবিন তেলের ড্রাম চুরি হয়েছে। কিন্তু আমরা প্রতি মাসে বাজারে পাহাড়াদাররা পাহাড়া দেয়। প্রতি মাসে আমরা তাদেরকে একটা চাদাঁ দেই। আর থানা পুলিশ তো আছেই। থানা পুলিশের নাকের ডগায় পৌর শহরের ৫টি দোকারে চুরি হয়েছে আর ব্যবসা করা যাবে না। ৫টি দোকানের তেলের ১৩টি ড্রাম চোরের দল চুরি করে ট্রাকে করে নিয়ে যায়। এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) ওমর ফারুক মোবাইলে বলেন, আমি কেবল নতুন ওসি হিসানে যোগদান করেছি। ফুটেজ দেখে বুঝা যায় তেলের ড্রাম নিয়ে পাগলা দিকে যাচ্ছে। তেল উদ্ধারের চেষ্টা চলছে।