বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৭, ২০২১ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক,৭ অক্টোবরঃ
মহামারি করোনার বিধি নিষেধের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ডাকঢোল পিটিয়ে রাজসিকভাবে নিজের জন্মদিন পালন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যেখানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ নেয়ার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়, সেখানে স্কুল ক্যাম্পাসে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষকের জন্মদিনের জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করায় টঙ্গীতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ঘটনাটি ঘটেছে মহানগরির টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজে।
রোববার ও সোমবার দুই দিনব্যাপী চলে জন্মদিনের এ অনুষ্ঠান। এ উপলক্ষ্যে স্কুল ক্যাম্পাসে বড় বড় বাধ্যযন্ত্র সমেত বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও ছিল প্রায় সহস্রাধিক লোকের ভোরিভোজের আয়োজন। অনুষ্ঠানের আগের রাত থেকেই স্কুলের ভেতর চলে রান্না-বান্নার কাজ। রোববার স্কুল ক্যাম্পাসে জমকালো এ বিশাল অনুষ্ঠানের পর সোমবার টঙ্গী প্রেসক্লাবের কাশেম রানা মিলনায়তনে প্রধান শিক্ষকের জন্মদিনের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। এতে স্কুলের সাধারণ শিক্ষকরাও অংশ নেন। এ উপলক্ষে প্রেসক্লাবের ভেতর চলে নাচ-গানের আয়োজন। ক্লাবের আহ্বায়ক কমিটি জানায়, তাদের (আহ্বায়ক কমিটির) অনুমতি না নিয়েই অনধিকার বলে ক্লাবের ভেতর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষকের দুই দিনব্যাপী জন্মদিনের এ বিশাল আয়োজন নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মহামারি করোনা নিয়ে যেখানে অভিভাকরা সন্তানদের নিয়ে রীতিমত আতঙ্কিত, সেখানে প্রধান শিক্ষক স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে এধরণের অনুষ্ঠানের আয়োজন করায় অভিভাবকদেরকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। প্রধান শিক্ষক স্কুলের তহবিল থেকে কয়েক লাখ টাকা খরচ করে এ অনুষ্ঠানের আয়োজন করেন বলেও অভিযোগ উঠেছে।
এব্যাপারে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের আলোচিত প্রধান শিক্ষক মো. ওয়াদুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের অনুরোধেই এবার অন্যান্য বারের তুলনায় জন্মদিনটা ব্যতিক্রমভাবে পালন করার চেষ্টা করেছি।
এদিকে এব্যাপারে গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি নয় দিগন্তকে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। স্কুল ক্যাম্পাসে এধরণের অনুষ্ঠানের আয়োজন করার কোন নিয়ম নেই। আমরা এ বিষয়ে খেঁাজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে পরবর্তীতে ব্যবস্থা নেব।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com