প্রকাশিত হয়েছেঃ জুন ২, ২০২১ সময়ঃ ৯:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২ জুন:-
ভালুকায় ফরমালিন মুক্ত নিরাপদ আমের মেলা উদ্বোধন হয়েছে। বুধবার সকালে ওই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালাম খাতুন। নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা ভালুকা অনলাইন বাজার ওই মেলার আয়োজন করেন। চাপাইনবাবগঞ্জের কৃষকের বাগান থেকে গোপালভোগ, হিমসাগরসহ বেশ কিছু আমের সমন্বয়ে ওই মেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, ভালুকা সরকারী কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, ভালুকা অনলাইন বাজারের উদ্যোক্তা আসাদুজ্জামান সুমন, ফখরুল ইসলাম ও শাহরিয়ার ইমন, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, কোষাধ্যক্ষ মোকছেদুর রহমান মামুন, দপ্তর সম্পাদক ওমর ফারুক তালুকদার, নির্বাহী সদস্য সারেয়ার হোসেন সজীব, ব্যাবসায়ী মোহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভালুকা অনলাইন বাজারের উদ্যোক্তা আসাদুজ্জামান সুমন জানান, ‘চাপাইনবাবঞ্জের তরুণ কৃষকের বাগান থেকে সংগৃহীত শতভাগ রাসায়নিকমুক্ত আম সকল সুরক্ষা মেনে সর্ব সাধারনের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com