বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১২, ২০২৩ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহে গফরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিষ রাজ বংশী ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আলম লিমন , ডাঃ তাওহিদ ইবনে আলাউদ্দিনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজ বংশী জানান, উপজেলার ৩৮৪টি কেন্দ্রে ৭৭ হাজার ৭শ’৭৫ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা প্রদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক‍্যাপসুল খাওয়ানোর কাযর্ত্রুম চলবে ।
০৬ থেকে ১১মাস বয়সী ৮হাজার ৫শ’ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ২শ’৭৫জন শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com