বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১১, ২০২৩ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্তি হয়েছে। গফরগাঁওয়ের সকল ভক্তবৃন্দ আয়োজনে গত ৫ ডিসেম্বর, মঙ্গলবার রাত থেকে গফরগাঁও পৌরশহরের ষ্টেশন রোডে সাহাবাড়ী প্রাঙ্গণে ৩য় বার্ষিকীতে সপ্তাহব্যাপী বিশ্ব শান্তিকল্পে ও দেশমাতৃকার মঙ্গলার্থে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্ত্তন আয়োজন করে।
অনুষ্ঠান শুরুতে মঙ্গলবার রাত ৮ টায় শ্রীমদ্ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্ত্তন। অধিবাস কীর্ত্তন ও কুঞ্জ  সেবায় ছিলেন জামালপুর জেলায় ইসলামপুরের শ্রীমৎ হরিদাস গোস্বামী।
বুধবার , বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও সংকীর্ত্তন। শনিবার শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন। আজ ১২ ডিসেম্বর, রবিবার কুঞ্জভঙ্গ, ভোগরাগ, দধিমঙ্গল, মহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে সমাপ্তি হয়।
শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন শ্রী মৃদুল সাহা চৌধুরী, শ্রী গণেশ বণিক, শ্রী রনি গৌর, শ্রী শিপুল ঘোষ ও শ্রী অনিক সাহা চৌধুরী (অপু)।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com