বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২৩ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি কর্মসূচি শুরু হয়। পরে বেলুন মুক্ত আকাঁশে উড়িয়ে দিয়ে দুর্নীতি বিরোধী কার্যক্রমে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমান।
উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে. এম এহছান, অ্যাডভোকেট এর সভাপতিত্বে দূর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ।
সভায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক মোঃ শাহাব উদ্দিন, সামাজিক সংগঠন ‘৮৫ সভাপতি আবদুল হামিদ বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান আহমেদ, সদস্য গোলাম  মোঃ ফারুকী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার।
সভাশেষে পৌর শহরের জামতলা মোড়স্থ দুপ্রক কার্যালয় সামনে সড়কে আধঘন্টা ব্যাপী দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, পৌর ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সততা সংঘের সদস্যবৃন্দসহ সুধীজন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com