প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৫, ২০২৩ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ষাটোর্ধ্ব অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার কাকনী ইউনিয়নের একটি ইটভাটার পাশ থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার কাকনী ইউনিয়নের স্বপ্না ব্রিকস ফিল্ডের সামনে থেকে অজ্ঞাত এই নারীর লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ষাটোর্ধ্ব এই নারী ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ঐ স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান,নিহত ঐ নারীর লাশটি ময়নাতদন্তের জন্য মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
মোট পড়া হয়েছে: ২১৪