বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২২, ২০২১ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ

আসাদুজ্জামান ফজলু ভালুকা (ময়মনসিংহ), ২২ সেপ্টেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় দিনদুপুরে ট্রাকে তুলে তিন কৃষকের চারটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারগাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগাড়া গ্রামের কৃষক আজহারুল ইসলামের একটি সাদা রংয়ের গাভী, মোতালেব হোসেনের লাল ও সাদা রংয়ের দুইটি গাভী ও রফিকুল ইসলামের একটি লাল রংয়ের গাভী মঙ্গলবার সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসেন। দুপুরের সময় একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল সবার অজান্তে (ঢাকা মেট্রো-ড-২০-২৭৩২) ট্রাকে তুলে নিয়ে যায়।
গরুর মালিক রফিকুল ইসলাম জানান, দিনদুপরে চুরে যাওয়া তাদের তিনজনের চারটি গাভী গরুর বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে। এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ দেয়া হবে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, দিনদুপুরে মাঠ থেকে ট্রাকে তুলে চারটি গরু চুরি করে নিয়ে যাওয়া পর গরুর মালিকরা আমার কাছে আসলে আমি বিষয়টি থানায় অবহিত করি। তবে গরুগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার এএসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরেরদল ট্রাকের যে নম্বর ব্যবহার করেছে, খোঁজ নিয়ে জানা গেছে, তা ভুল নম্বর। চুরে যাওয়া গরু চারটি উদ্ধারের জন্য সারারাত অভিযান চালানো হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com