প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২১, ২০২৩ সময়ঃ ১০:৩৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমান।
গত সোমবার দুপুরে উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের
উন্নয়ন সহায়তা কাজ, কাবিখা রাস্তার কাজ এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। তিনি এসময় পাঁচবাগ ইউনিয়নে খুরশিদ মহল এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, ইউপি সচিব ও প্রকল্পের সভাপতি মেম্বারগণ।