প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২০, ২০২১ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ২০ সেপ্টেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পৌরসভার বাজার এলাকায় আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন pনির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। বাজার মনিটরিং করার সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩,৪৬ ধারায় ওই দোকান মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রয় ও পন্যের মান ভাল না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩,৪৬ ধারায় ওই দোকান মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।