প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৫, ২০২৩ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও উপজেলা যুবদল সেক্রেটারী রাকিবুল হাসান খান রাসেলসহ ৫৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামী বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে ওই মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, বিএনপির আহুত অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডব এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে পেট্রোল বোমা বিষ্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি, গাড়ি ভাংচুর, পুলিশি কাজে বাঁধা ও পুলিশ আহত করার অভিযোগে মামলাটি করা হয়।
মামলায় উল্লেখিত অপরাপর আসামীগন হলেন, রাকিবুল হাসান রাসেল, আব্দুল হামিদ, মো: মুনসুর আলী মেম্বার, মো: রওশন আলী, মো: মনিরুজ্জামান মেম্বার, খোরশেদ আলম উজ্জল, রাকিব হাসান, মাসুদ রানা মৃধা, তারেক পাঠান, মো: নাজিম উদ্দিন, লুৎফর রহমান মৃধা, মো: হারুন মিয়া, মিন্টু মল্লিক, মো: রাসেল, শাহিন পাঠান, নাজমুল হাসান মানিক, জাহাঙ্গীর আলম, রাফসান পাঠান, আলী হয়দার খান সুরুজ, তাজুল ইসলাম ওরফে তাইজুদ্দিন ঢালী, তাজমুল হক, ইব্রাহীম, সুমন, ইকবাল, মামুন ফকির, আব্দুস সেলিম, মাজাহারুল ইসলাম বুলবুল, সোহেল তালুকদার, শাহিন মন্ডল, শহিদুল ইসলাম মোল্লা, নাহিদুর রহমান নাহিদ, নাঈমুল করিম জান্নাত, নঈম উদ্দিন, সোহাগ মিয়া, জিয়া উর রহমান, মো: নাজমুল হোসেন, আবু সাইদ শুভ, আবু সাইদ জুয়েল, মোফাজ্জল, আশরাফুল ইসলাম, মো: রমজান মিয়া, মোফাজ্জল, আমিনুল ইসলাম বাশান, আবু সাইদ সরকার, এসএম ফিরোজ আহমেদ, মফিজুল ইসলাম দুলু, মো: নুরুজ্জামান মানিক, ইলিয়াস মন্ডল ও আহসান উল্ল্যাহ চেšধুরী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে অভিযান চলছে।