বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২৩ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ভালুকা সরকারী কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজ পরিচ্ছন্নতা কমিটির আহবায়ক মো. হাদিছুর রহমান খানের সভাপতিত্বে ও প্রভাষক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. কামরুজ্জামান তুহিন।

এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম, শরির চর্চা শিক্ষক মো. মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঢালী, ক্লিন আপ ভালুকার উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, ক্লিন আপ ভালুকার কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন সুমন, ধুমকেতু ফাউন্ডেশন পরিচালক রায়হান, স্কাউট সদস্য তাজনূর মনিশা প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদেন নিয়ে কলেজ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা ও ধুমকেতু ফাউন্ডেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com