বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৩ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)-
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিলা নদীতে মাছ ধরতে নেমে মোঃ নাঈম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের দুই ঘণ্টায় পর তার মরদেহ উদ্ধার করে গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার রসুলপুর ও বারবাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী নামা লক্ষণপুর এলাকার শিলা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রসুলপুর ইউনিয়নের  চওড়াপাড়া গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দিকে মোঃ নাঈম তার এক প্রতিবেশী চাচাতো ভাইকে নিয়ে শিলা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় রিং জালে হাত বাঁধা অবস্থায় এপার থেকে ওপাড়ে মাছ ধরতে সাঁতার কাটে। একপর্যায়ে নাঈম মধ্য নদীর পানিতে ডুবে নিখোঁজ হন।
তার সাথে থাকায় প্রতিবেশী ভাই ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্থানীয়রা
গফরগাঁও ফায়ার সার্ভিসকে জানান।
গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযানে নামে। প্রায় ২ ঘণ্টা পর বিকেল ৩ টায় দিকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, মরদেহ উদ্ধারের পর সুরুতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com