প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৩ সময়ঃ ২:০১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)-
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর)। স্থানীয় আ’লীগ বিএনপির ডাকা অবরোধের নামে তাদের নৈরাজ্যের প্রতিবাদে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা আ’লীগের সহ-সভাপতি এমএ ওয়াহেদ, ভালুকা উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রিয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার প্রমুখ।