বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২৩ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেখানে ময়লার গাড়ি চালাতেন রাকিব।
গত বুধবার স্থানীয় সময় বিকেলে রিয়াদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহের গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই প্রবাসী আনসারুল ইসলাম এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম রাকিব ৬ বছর (২০১৮ সাল) আগে গাড়ি চালকের ভিসা নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে ময়লার গাড়ি চালাতেন তিনি। ঘটনার দিন বিকেল ৫ টায় গাড়ি নিয়ে যাওয়ার সময় রিয়াদের নয় নম্বর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবিহীন বাস তাকে চাপা দেয়। আর এতে ঘটনাস্থলেই মারা যান রাকিব।
ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়াল বলেন, ‘বুধবার রাতে রাকিবের বাড়ির লোকেরা জানতে পারে সে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ছয় বছর আগেই সে বিদেশে গিয়েছিল। এখন মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com