বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২৩ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০২৩-২৪ অর্থবছরে রবি ও ২০২৩-২৪ মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে বিনামূল্যে এ  বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমূল হক বিপ্লব ও দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম।
অনুষ্ঠানে কৃষকদের নানাবিধ কৃষি পরামর্শ দেন, উপজেলা কৃষি অফিসার রকিব আর রানা।
তিনি বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত ৪ হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২০ কেজি সার ও ১ কেজি সরিষার বীজ প্রদান করা হলো।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com