বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২৩ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা মোটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের আয়োজনে এসব কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

মোটর গ্যারেজ ওয়ার্কসপ থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মোটর মেকানিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলার সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সংগঠক ইমাম হোসেন খোকন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা ৫০০ টাকা আয় করলে সরকারকে ৫০টাকা ভ্যাট দিতে হচ্ছে। অচিরেই ঘাম জড়ানো টাকা থেকে সরকার ভ্যাট প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com