বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৩ সময়ঃ ১০:৪৫ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁও  উপজেলায় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে বেলায়েত হোসেন ওরফে সেলিম (৬৫) নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদে সহযোগীতা করার দায়ে ৩ জনকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা এবং পিকআপ ভ্যানসহ ১১০ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
গত রোববার রাতে উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রাম থেকে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করে পাগলা থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অভিযান চালায় পাগলা থানা ওসি রাজু আহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ। অভিযানে ঐ গ্রামের ব্যবসায়ী বেলায়েত হোসেন ওরফে সেলিম বাড়ি থেকে ১১০ বস্তা পলিথিন, ১টি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে পরিবেশ আইনে ব্যবসায়ী সেলিমকে ৬ মাসের জেল এবং সহযোগীতা করার দায়ে পিকআপ ভ্যান চালক, হেলপারসহ ৩ জনকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবিদুর রহমান বলেন, ভ্রাম্যমান আদালতে ১ জনকে জেল ও মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com