প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৪, ২০২১ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ ঃ
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চাপায় আব্দুল কাদের (৬০) নামে এক পল্লীচিকিৎসকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রোগী দেখে আব্দুল কাদের বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর নামক এলাকায় একটি মোটরসাইল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তিনি মারা যান।