প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৪, ২০২১ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ) ঃ
ময়মনসিংহের ভালুকায় টিনের তৈরী একটি টং দোকান ঘর স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিজুল হক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার জামিদিয়া গ্রামে অবস্থিত ইস্প্রেসিভ স্পিনিং মিলের সামনে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ব্যবসায়ী আজিজুল হক লোকজন নিয়ে তার টিন দিয়ে নির্মিত টং দোকান ঘরটি স্থানান্তর করছিলেন। এ সময় বিদ্যুতের সার্ভিস তারটি ছিড়ে গিয়ে টং ঘরটি বিদ্যুতায়িত হয়ে উপজেলার জামিরদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ব্যবসায়ী আজিজুল হকসহ উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন (২০), কছিম উদ্দিনের ছেলে হাশেম (৪৫), হাশেমের ছেলে রবেল (২০) ও বাদশা মিয়ার ছেলে শাহিন (১৮) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসাতালে নেয়ার পথে আজিজুল মারা যান।