প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৩, ২০২১ সময়ঃ ৪:৩৬ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তজার্তিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান ‘বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি’ প্রকল্পের জন্য উক্ত মহাসড়কে চলাচলকারী লোকজনের দীর্ঘ দিনের ভোগান্তি চলতি বর্ষাই শেষ হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিআরটি প্রকল্পটির শুভ উদ্বোধন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শনে এসে টঙ্গী চেরাগআলী ট্রাক টার্মিনাল এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে তার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ (সওজ)এবং বিআরটি প্রকল্প পরিচালকরাসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর নগর কতর্ৃপক্ষের সাথে প্রকল্প সংশ্লিষ্টদের সমন্বয়হীনতার অভিযোগ প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি ভিত্তিহীন অভিযোগ। মেয়র জাহাঙ্গীরের সাথে প্রতিদিন একাধিকবার আমার কথা হয়। আমি নিয়মিত তার সাথে ফোনে এবিষয়ে কথা বলি। তিনি বলেন, এ প্রকল্পের কাজের কারণে মানুষের যে যন্ত্রণা ও ভোগান্তি ছিল তা অচিরেই অবসান হবে।