প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২১ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক২ সেপ্টেম্বরঃ
১ সেপ্টেম্বর বুধবার রাতে গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া পাচর মোতালেব মার্কেট এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় মাদক কারবারি এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মাদক কারবারীর নাম নাঈম আহমেদ (২৮)। এলাকায় ছঁাটানো বিভিন্ন পোস্টারে আওয়ামীলীগ ও যুবলীগের দায়িত্বশীল নেতাদের সাথে নাঈম আহমেদের ছবিও দেখা গেছে। এসব পোস্টারে নাঈমকে গাছা থানা যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নাঈম আহমেদের বাড়ি স্থানীয় কুনিয়া পাচর মোতালেব মার্কেট এলাকায়। তার বাবার নাম রঞ্জু আহমেদ।
জিএমপি ডিবি পুলিশ জানায়, মাদক কারবারি নাঈমের বাড়িতে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম কাউসার চৌধুরীর নেতৃত্বে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এসময় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাঈমকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ৪০০ পিচ ইয়াবার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়। এব্যাপারে বুধবার রাতেই জিএমপির গাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, নাঈম যুবলীগের নাম ভাঙ্গিয়ে নির্ভিঘ্নে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।