প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩০, ২০২১ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
সৌদি আরবে একটি সড়ক দূর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মোঃ হাবিবুর রহমান(৩০)নামে এক প্রবাসীর মর্মমান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই মোঃ শফিকুল ইসলাম এ খবরটি নিশ্চিত করেন।
গত রবিবার সৌদি আরবের সময় সকাল ৯ টার দিকে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ হাবিবুর রহমান উপজেলার চরআলগী ইউনিয়নের কিনারআলগীচর গ্রামের ফজলুল হকের ছেলে।
নিহতের বড় ভাই আরও জানান, তার ছোট ভাই রাস্তা পরিচ্ছন্নের কাজ করতো। গত ১ মাস আগে উচ্চ আশা আর আকাঙ্খা নিয়ে স্ত্রী ও তিন সন্তান রেখে বিদেশে পাড়ি জমান। রবিবার সকাল ৯ টার দিকে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে পরিচ্ছন্নের কাজ করার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে এ সড়ক দুঘটৃনার মৃত্যুর খবর শুনে।
নিহতের স্ত্রী কুলসুম(২৮) বলেন, জমাজমি বন্ধক রেখে ৬ লক্ষ টাকা খরচ করে আমার স্বামী বড় স্বপ্ন নিয়ে বিদেশে যায়। এখন আমি স্বামী ছাড়া হয়ে সন্তানদেরকে নিয়ে কিভাবে বেঁচে থাকবো।