প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৯, ২০২১ সময়ঃ ৫:৫৪ অপরাহ্ণ
গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক,২৯ আগস্টঃ
গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ উদ্ধৃত বাজেট।
গাসিক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোববার সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৬৮৮ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, সবার সার্বিক সহযোগিতায় গাজীপুরকে পরিকল্পিত একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নগরীতে বসবাসরত স্বল্প আয়ের সকল মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই। আমরা দিন-রাত নগরীর উন্নয়নে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এভাবে পৃথিবীর কোনো দেশে কেউ কাজ করেন না। ঈদের দিন রাতেও আমরা কাজ করেছি। এসব করছি অর্থের জন্য নয়, মানুষের সেবা করার যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব পালনের জন্যই নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। এই শহরের যেন কোন ক্ষতি না হয় সেজন্য তিনি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান।
নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজলের সঞ্চালনায় বাজেট অধিবেশনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সকল কর্মকর্তা, কাউন্সিলরগণ ও নগরীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্ধৃত এ বাজেটে রাজস্ব খাতের বিভিন্ন উৎস্য থেকে আয় দেখানো হয়েছে মোট ৬৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা, পানি সরবরাহ শাখা থেকে আয় দেখানো হয়েছে মোট ৩২ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা, সরকারি উন্নয়ন হিসাব খাত (সরকারি সহায়তা মঞ্জুরি) থেকে আয় ধরা হয়েছে মোট ১২৫ কোটি টাকা এবং বৈদেশিক সাহায্যপুষ্ঠ ও ডিপিপি প্রকল্প সমূহ থেকে আয় দেখানো হয়েছে মোট ১৯ হাজার ৯৫২ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে মোট ৫৬৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকা, পানি সরবরাহ শাখায় ব্যয় দেখানো হয়েছে মোট ৫৬ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা, সরকারি অনুদান উন্নয়ন ব্যয় ধরা হয়েছে মোট ১৪০ কোটি ৬৭ লাখ টাকা, রাজস্ব উন্নয়ন ব্যয় ধরা হয়েছে মোট ২৩২ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকা এবং বৈদেশিক সহায়তা ও ডিপিপি প্রকল্প সমূহ থেকে ব্যয় ধরা হয়েছে মোট ১৯ হাজার ৬৫১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা।