বিজ্ঞাপন দিন

প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৮, ২০২১ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ২৮ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের জমিতে অবৈধভাবে বহুতল ভবন নিমার্ণসহ দখলের অভিযোগে শাহজালাল এ্যাগ্রো কোম্পানীর এক ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। উপজেলার ভালুকা রেঞ্জের লোকজন তাদের আটক করে আদলতে প্রেরণ করেছে।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকতার্ মহিউদ্দিন জানান, ২৮ আগস্ট শনিবার দুপুরে হবিরবাড়ি মৌজার ৯ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত জমি দখলে নিয়ে অভৈধভাবে বহুতল ভবণের দ্বিতল ভবণের ছাদের সেন্টারিংয়ের কাজ করছিলেন আব্দুল মান্নান নামে এক ব্যক্তি। খবর পেয়ে স্থানীয় বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই নিমার্ণাধিন ভবণের সিড়ি ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় নিমার্ণকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ ও উপজেলার মাস্টারবাড়ি গ্রামের আমান উল্যার ছেলে মো: জামানকে (৩০) আটক করে আদালতে প্রেরণ করা হয়। অভিযানকালে ভবণের মালিক আব্দুল মান্নান দৌড়ে পালিয়ে যান বলে ওই কর্মকতার্ জানান।
অপরদিকে উপজেলার ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে অবৈধ স্থাপনা নিমার্ণের অভিযোগে ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে শাহজালাল এ্যাগ্রোর ম্যানেজার নুরুল আমীনকে (৫৫) আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com