প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২২, ২০২১ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটছে।
এর মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যান ময়মনসিংহের ৩ জন। তাঁরা হলেন- সদরের মানিক মিয়া (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁওয়ের মোছা. মুরশিদা (৬০)।
এছাড়া এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান যারা তাদের ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৭ জন, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের ১ জন ।
এছাড়াও করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), লাল মিয়া (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার আনিছুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), নেত্রকোনা সদরের রোকেয়া (৭৫), আটপাড়া উপজেলার রইছ উদ্দিন (৭০) এবং টাঙ্গাইল সদরের মো. খালেক (৬০)।
এদিকে,জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান জেলায় এক দিনে ৭০৯ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে।যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারে ১৬.০৭ শতাংশ।