প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২০, ২০২১ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি, ২০ আগস্টঃ
ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ১৯ আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। আলোচনা সভায় উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল। তারাকান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কালাম আজাদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,  জেলা উত্তর স্বেচ্ছাসেবকদলের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, আমীর হাসান স্বপন, জহিরুল হক আল আমিন ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক জুয়েল প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com