প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৮, ২০২১ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধি, ১৮ আগস্টঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচঁবাগ ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভ্থমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন বিশ্বশমার্ ও অফিস সহকারী রিফাতকে বিধি অনুযায়ী তাদের দুইজনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ও স্থানীয় জনতা তাদেরকে ঘুষের টাকা সহ অফিসে বাইরে তালাবদ্ধ করে ভিতরে আটক করে রাখে। এ সময় ইউনিয়ন ভুমি কর্মকর্তা রমেন্দ্র ও অফিস সহকারী রিফাত অফিসের ভেতরে ছিলেন। পরে খবর পেয়ে উপজেলা নিবাহর্ী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভ্থমি ঘটনাস্থলে গিয়ে জনতার অবরুদ্ধ থেকে উদ্ধার করে ইউএনও কাষ্যালয়ে নিয়ে আসে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকালে পাচঁবাগ ইউনিয়ন ভূমি অফিসে। এলাকাবাসী জানায়, তহশিলদার রমেন্দ্র ও অফিস সহকারী বিরুদ্ধে মানুষের জায়গা জমি নাম খারিজের নামে প্রায় ২০জনের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা নিয়ে মানুষ জনকে ঘুরাতে থাকে। দিঘির পাড় গ্রামের কামরুল ইসলাম জানান, সাড়ে ৪৮ শতাংশ জমি খারিজ করতে আমার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ঘুঘ নেয় তহশিলদার রমেন্দ্র স্যার। এ নিয়ে ঘুরাঘুরি করালে গত মঙ্গলবার বিকালে অফিসে আরো কিছু টাকা দাবী করলে ঝগড়া শুরু হয়। পরে অন্য ভ্থক্তভোগিরা মিলে ভ্থমি অফিস ঘেরাও করেন। এ বিযয়ে উপজেলা নিবাহর্ী কর্মকর্তা তাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভুমি কাবেরী রায় পৃথক পৃথক বক্তব্য বলেন, মানুষের কাছ থেকে নাম খারিজের নামে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে পাচঁবাগ ইউনিয়ন উপসহকারী ভ্থমি কর্তকর্তা রমেন্দ্র নারায়ন ও অফিস সহকারী রিফাতসহ দুই জনের বিযয়ে সরকারী বিধি অনুযায়ী (সাসপেন্ড)আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।