প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৮, ২০২১ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১৮ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের ডাক্তার, স্টাফ ও ঔষধ কোম্পানীর লোকদের নিয়ে বনভোজনের ট্রলারের সাথে বালিবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে এক ডাক্তার ও ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। ব্যবসায়ীর লাশ লাশ চার ঘন্টা পর ও ডাক্তারের লাশটি ১৮ ঘন্টা পর বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
ভালুকা হাসপাতাল সুত্রে জানা যায়, ভালুকায় অবস্থিত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাস এর উদ্যোগে ডাক্তারদেরকে নিয়ে নৌকায় বনভোজনের আয়োজন করে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ভালুকা সরকারী হাসপাতাল ঘাট থেকে ৮/১০ জন ডাক্তারসহ ২০/২২ জন মিলে খিরু নদী দিয়ে তারা পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা কাওরাইদ এলাকায় যায়। সেখান থেকে রাত ৮টার দিকে ভালুকায় ফেরার পথে খিরু নদীর উপজেলার উড়াহাটি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালুবাহি অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনভোজনের ট্রলারটি নদীর মাঝখানে ডুবে যায়। এ সময় প্রায় সকলেই সাঁতার কেটে তীরে চলে আসলেও ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের ডাক্তার অমিত কুমার রায় (৩২) ও স্থানীয় মাল্টিমিডিয়া ব্যবসায়ী তানভীর আহাম্মেদ (৩০) নিখোঁজ হন। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিস ও ময়মনসিংহ ডুবুরীদল চার ঘন্টা পর ট্রলারের ভেতর থেকে তানভীরের লাশ উদ্ধার করে রাত গভীর হওয়ায় উদ্ধারকাজ স্থগিদ করে। পরে বুধবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থল থেকেই বেড় জাল ফেলে ১৮ঘন্টা পর দুপুরে ডাক্তার অমিতের মরদেহ উদ্ধার করে ডুবুরীদল। নিহত ডাক্তার অমিত কুমার রায় পাশের গাজীপুর জেলা সদরের নন্দ দুলাল রায়ের একমাত্র ছেলে ও তানভীর ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামের আজিজুল হকের ছেলে। উভয়েই অবিবাহিত বলে পরিবারের লোহজন জানান। খবর পেয়ে ঘটনার রাতেই স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুধবার সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মো: নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ডুবুরীদলসহ আমাদের দু’টি ইউনিট দীর্ঘ চেষ্টার পর লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, লাশ দু’টি উদ্ধার হওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপরে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মো: নজরুল ইসলাম জানান, এই করোনাকালে বনভোজনে যাওয়া ঠিক হয়নি। বিষয়টির ব্যাপারে তদন্ত কমিটি করে পরবার্তী সিদ্ধান্ত নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com