প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৭, ২০২১ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ
ভালুকা প্রতিনিধি, ১৭ আগস্টঃ
ময়মনসিংহের ভালুকা থেকে তুলে নিয়ে এক কিশোরী গার্মেন্টকর্মীকে একটি যাত্রীবাহী বাসে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিক্টিমের বড় বোন বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত গাড়ীর ড্রাইভার ও ২ হেলপারকে ওই যাত্রীবাহী বাসসহ আটক করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট রাত ৯টার দিকে ভালুকার সিডষ্টোর বাজার থেকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ‘কথা আছে’ বলে ১৫বছরের কিশোরী ওই গার্মেন্টকর্মীকে ‘ফুসলিয়ে’ মায়ের দোয়া পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তুলে। পরবর্তীতে ওই কিশোরীকে নিয়ে বাসটি ময়মনসিংহের চুরখাই এলাকায় মহাসড়কের পাশে জনৈক কদ্দুসের গ্যারেজের পাশে রাত ১০টার দিকে বাসটি থামিয়ে বাসের ভিতরে ড্রাইভার রহিম (৩০), হেলপার মামুন (২৫) ও আশরাফ (২২) সারারাত পালাক্রমে ধর্ষণ করে এবং পরদিন সকালে অসুস্থ অবস্থায় গাড়ীর ড্রাইভার রহিম মিয়া ওই কিশোরী মেয়েটিকে তাদের জামিরদিয়া এলাকায় লবণকোটা ভাড়া বাড়ীতে পৌছে দেয়। পরবর্তীতে ওই ভিক্টিমের বড় বোন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ১৬ আগস্ট সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, কিশোরী ওই মেয়েটি স্থানীয় একটি গামের্ন্টসে চাকুরী করে। মামলা হওয়ার পর ৩জন আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ২ আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।