প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১১, ২০২১ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,১১ আগস্ট।।
ময়মনসিংহে দেশে চলমান করোনা পরিস্থিতে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনে
৩৯৬০ টি মামলায় ২৫,৪৪,৬১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ১৯ দিনে এ জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬ টা হতে রাত ১০টা পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের নিরলসভাবে কাজ করেছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছে। গত ২৩ জুলাই ২০২১ তারিখ থেকে ১০ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ৩,৯৬৩ টি মামলা দায়ের করা হয় এবং ২৫,৪৪,৬১০/- (পঁচিশ লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শত দশ টাকা) অর্থদণ্ড আদায় করা হয়৷