প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৯, ২০২১ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ৯ আগস্ট।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।
সোমবার (০৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটটিতে নয় জন কোভিড পজিটিভ রোগী মারা যান। এরা হলেন, হামিদা, ৬১ বছর, সদর, ময়মনসিংহ। শাহজাদা, ৬৫ বছর, সদর, নেত্রকোনা। রিয়াজুন্নাহার, ৭৫ বছর, গফরগাঁও, ময়মনসিংহ। মুরশিদা, ৫০ বছর, ত্রিশাল, ময়মনসিংহ। ফরিদা, ৫৩ বছর, পুর্বধোলা, নেত্রকোনা। রুবেল, ৪০ বছর, গফরগাঁও, ময়মনসিংহ। জরিনা, ৩৫ বছর, সদর, ময়মনসিংহ। হাসান আলি, ৮০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। তাপস, ৬২ বছর, সদর, ময়মনসিংহ।
এ ছাড়া এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন। সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন, হাজি দেওয়ান, ১০১ বছর, সদর, ময়মনসিংহ। মালেহা, ৬০ বছর, সদর, নেএকোনা। আব্দুল মতিন, ৫০ বছর, সদর, শেরপুর। ফজলু, ৫০ বছর, সদর, সিরাজগঞ্জ। ফরিদা বেগম, ৬৭ বছর, সদর, ময়মনসিংহ। তাসলিমা, ২৫ বছর, শ্রীপুর, গাজিপুর। সুফিয়া, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ। ইউসুফ আলি, ৬০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ২০৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।