প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩১, ২০২১ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ

মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬  জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এর হলেন, আবদুল আজিজ, ৭০ বছর, নেত্রকোনা।হাবিবুল্লাহ,  ৫৮ বছর, কালীহাতী, টাংগাইল।নুরুল হুদা, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ। হামিদা খানম, ৮৫ বছর, নেত্রকোনা। আবদুল আউয়াল, ৭২ বছর, নওমহল, সদর, ময়মনসিংহ। রহিমা খাতুন, ৫০ বছর, ফুলপুর, ময়মনসিংহ।  নরেশ চন্দ্র,  ৯৬ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ। মনির হোসেন, ৫০ বছর, গফরগাঁও,  ময়মনসিংহ।
গত ২৪ ঘন্টায় কোভিড উপসর্গ নিয়ে মারা যাওয়ারা আটজন হলেন, সামসুল ইসলাম, ৬৫ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। শামসুদ্দিন,  ৭০ বছর, গৌরীপুর,  ময়মনসিংহ। সুফিয়া খাতুন, ৭০ বছর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
কাছিম উদ্দিন, ৭০ বছর, জামালপুর। আবদুর রহমান, ৭৮ বছর, ঝিনাইগাতি, শেরপুর। মোতালেব, ৬০ বছর, গৌরীপুর, ময়মনসিংহ। রাশিদা, ৬০ বছর, কিশোরগঞ্জ। শকুন্তলা, ৫০ বছর, ফুলবাড়িয়া,  ময়মনসিংহ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫৩ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com