প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩০, ২০২১ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এর হলেন, রুহুল আমিন, ৫৬ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ। দুলাল উদ্দিন, ৬৫ বছর, ফুলপুর, ময়মনসিংহ। রহিমা বেগম, ৫০ বছর, সদর, শেরপুর। মালেকা, ৭২ বছর, বারহাট্টা, নেত্রকোনা। মোসলেম উদ্দিন, ৭৭ বছর, ফুলপুর, ময়মনসিংহ। রফিকুল ইসলাম, ৭২ বছর, সদর, জামালপুর। জোবেদা খাতুন, ৯০ বছর, সদর, ময়মনসিংহ। বাহার উদ্দিন, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ।
গত ২৪ ঘন্টায় কোভিড উপসর্গ নিয়ে মারা যাওয়ারা দশ জন হলেন, মনি, ৫০ বছর, সদর, টাংগাইল। সুফিয়া জামান, ৭০ বছর, সদর , ময়মনসিংহ। আনোয়ারা, ৬০ বছর, সদর, ময়মনসিংহ। আব্দুল খালেক, ৬৮ বছর, তারাকান্দা, ময়মনসিংহ। রোবিউল, ৮০ বছর, সদর, নেত্রকোনা।আব্দুর খায়ের, ৬১ বছর, ইসলামপুর, জামালপুর ।জোবেদা বেগম, ৫৫ বছর, সদর, জামালপুর । সুলেমা, ৫৭ বছর, ফুলপুর, ময়মনসিংহ। শামসুন্নাহার, ৬৪ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। জহর আলি, ৮০ বছর, মধুপুর, টাংগাইল।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।