প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২১ সময়ঃ ৮:৪২ অপরাহ্ণ

জালালুর রহমান,মৌলভীবাজার জেলা  প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে ৫৪ পিছ ইয়াবাসহ, মাদক সম্রাট উজ্জ্বল (৩০) কে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে  এস আই  জাকির হোসেন ভূইয়ার নেতৃত্বে   এস আই সোহানুর রহমান,এ এসআই মোঃ জামাল মিয়া,এ এসআই মনিরুল ইসলাম,এ এসআই মোঃ মহিউদ্দিন ভুইয়া ও ক নং এম এ হাশেম সহ এক দল পুলিশ। পুলিশ  সূত্রে জানা গেছে ,জুড়ী কামিনীগঞ্জ বাজার এলাকায়  ২৭/জুলাই/২১ ইং সন্ধ্যা আনুমানিক  ০৭ ঘটিকায় ইয়াবা  বিক্রয় কালে মাদকদ্রব্য সহ হাতেনাতে গ্রেফতার করা হয় উজ্জ্বল নামক এক যুবক কে।পড়ে তার দেহ তল্লাশি করে জুড়ী থানা পুলিশ  তার সাথে থাকা ৫৪ পিছ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।জানা গেছে জুড়ী উপজেলার,জায়ফরনগর ইউনিয়নের   ভবানীপুর গ্রামের  নুনু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০) (ওরফে ইয়াবা উজ্জ্বল) মাদক ব্যবসায়ী উজ্জ্বল সীমান্তবর্তী এলাকা জুড়ী থেকে মৌলভীবাজার জেলার  বিভিন্ন স্থানে মাদক বিক্রয় বিতরণে লিপ্ত থাকে,এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।তার বিরুদ্ধে  জুড়ী থানায় মাদকদ্রব্য আইনে ৯ টি মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২ মামলা রয়েছে।সেসব মামলা কোর্টে বিচারাধীন থাকার কারনে সে জামিনে ছিল।তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে  আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০ (ক) মামলা সহ মোট ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার  তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী  জানান,জুড়ী থানায় আমার চাকরির আনুমানিক ১ বছরের  মধ্যে।উজ্জ্বল কে মাদকসহ ৪ বার গ্রেফতার করেছি। কোর্ট থেকে সে জামিনে এসে আবার এসব অপক্রমে  লিপ্ত থাকে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com