প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২১ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ

 দিগন্তবার্তা নিউজ ডেস্ক, ২৮ জুলাইঃ
আজ বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হলেও করোনাভাইরাস এর কারণে জুম প্লাটফর্মে বিভিন্ন হাসপাতাল ও সংগঠন আলোচনার আয়োজন করেন।
হেপাটাইটিস দিবস উপলক্ষে এবার কেয়ার হাসপাতাল কর্তৃক জুম প্ল্যাটফর্ম এর মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এভারকেয়ার হাসপাতাল এর ডাক্তার আরিফ মাহমুদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রো এন্ড্রোলজিস্ট প্রফেসর ডাক্তার এরশাদ উদ্দিন মাহমুদ, এভারকেয়ার হাসপাতাল এর লিভার বিশেষজ্ঞ ডাক্তার এম হায়দার আলী, ডিবিসি টেলিভিশনের সম্পাদক প্রণব সাহা, একাত্তর টেলিভিশনের হেড অফ নিউজ শাকিল মাহমুদ, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী পরিচালক তালাত মামুন এবং দৈনিক আলোড়ন পত্রিকার প্রকাশক মোঃ সিরাজুল মনির প্রমুখ।
আয়োজিত আলোচনা সভায় সম্মিলিত বক্তব্যে বক্তারা বলেন হেপাটাইটিস নির্মূলে ডাক্তার সিটি কর্পোরেশন এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচারে জনসচেতনতা বাড়ানো মাধ্যমে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা বলেন হেপাটাইটিস আক্রান্ত রোগীদের স্বল্পমূল্যের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হেপাটাইটিস এর ভ্যাকসিনের মূল্য একটু সহজলভ্য হলে রোগীর সঠিক চিকিৎসা হবে।
বক্তারা আরো বলেন শিশু জন্মের সাথে সাথে হেপাটাইটিস এর ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে হেপাটাইটিস রোগের আক্রান্তের হার কমে আসবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com