প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২১ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ-
গাজীপুর মহানগরের টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ করে জোরপূর্বক ফ্ল্যাট লিখে নেয়ার চেষ্টাকালে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাসান লেনের মৃত আমজাদ আলীর ছেলে কামরুল হাসান (৪০) ও আব্দুল জলিলের ছেলে মেহেদি হাসান শাহিন (৩৫), কুড়িগ্রাম জেলার রউমারি থানার কোমড়ভাঙ্গি গ্রামের আতাউর রহমান (৪০), টঙ্গী এরশাদ নগর ৮ নম্বর ব্লকের মৃত পিয়ার আলীর ছেলে মাহফুজ আহমেদ (৪৫) ও ৮ নম্বর ব্লকের হিফজুল বারীর ছেলে শরিফ রানা বাবু (৩৭)। গত ২৪ জুলাই শনিবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানার হাসান লেন এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী হানিফ আলীকে (৩৫) উদ্ধার ও উক্ত ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে।
অপহৃত হানিফ আলী জানান, গত শনিবার রাত ৮টায় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাসানলেনে টঙ্গী ক্রিস্টাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন তন্ময় ভেরাইটিজ স্টোরের সামনে থেকে একদল অপহরণকারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় দত্তপাড়া পুকুরপাড় ঈদগাহ মাঠে নিয়ে তার ফ্ল্যাট লিখে দেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দেয়। তিনি স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাকে প্রচন্ড মারধর করা হয়। এতে একপর্যায়ে তিনি ফ্ল্যাট লিখে দিতে রাজি হলে তাকে স্থানীয় বনমালা রোডস্থ ক্যাফে সুলতান রেস্টেুরেন্টের ভেতর নিয়ে যায় এবং স্ট্যাম্পে তার স্ত্রীকে সাক্ষী করার জন্য সেখানে তার স্ত্রীকে ফোন করে নিতে বলে। এভাবে তার স্ত্রী খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় শনিবার গভীর রাতে অপহৃত হানিফ আলীকে ওই রেস্টুরেন্ট থেকে উদ্ধার ও ৫ অপহরণকারীকে হাতেনাতে আটক করেন। এব্যাপারে হানিফ আলী বাদী হয়ে গ্রেফতারকৃত ৫ জনসহ মোট ১২ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে জিএমপি পূর্ব থানায় মামলা রুজু করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাভেদ মাসুদ জানান, অভিযোগ পেয়েই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং ৫ অপহরণকারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com