প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৪, ২০২১ সময়ঃ ২:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৪ জুলাইঃ-

ময়মনসিংহের ভালুকায় এলাকাবাসি ও সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তাইপে বাংলা ফেব্রিক্স লিমিটেড নামে একটি ডায়িং ফ্যাক্টরীর বজর্য নিষ্কাশনের জন্য পাইপলাইন নিমার্ণ করা হচ্ছে। এতে এলজিইটি’র একটি সড়কের বিশাল অংশ ক্ষতিগ্রস্তসহ রাস্তার পাশের বেশ কিছু বসতবাড়ি ঝঁুকির মাঝে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গাদুমিয়া গ্রামে অবস্থিত তাইপে বাংলা ফেব্রিক্স লিমিটেড নামে একটি ডায়িং ফ্যাক্টরী কতর্ৃপক্ষ তাদের বজর্য নিষ্কাশনের জন্য হাজিরবাজার-গাদুমিয়া সড়কের দক্ষিণপাশ ঘেষে ভেকু মেশিন দিয়ে ২০ ফুট গভীর ও ২০ ফুট প্রস্ত গর্ত করে প্রায় দেড় কিলোমিটার লম্বা পাইপলাইন স্থাপন করছেন। এতে এলজিইডি মন্ত্রণালয়ের নির্মিত সলিং রাস্তাটির ব্যাপক ক্ষতিসহ বেশ কিছু বসতবাড়ি চরম ঝঁুকির মধ্যে পরেছে। স্থানীয় লোকদের জিম্মি করে মামলা ও খুন করে গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে পাইপলাইনটি স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, এলাকার মেম্বার আব্দুল হামিদ ও শাহাব উদ্দিন নামে দুই ব্যক্তি কোম্পানীর পক্ষে এই পাইপলাইন স্থাপন করছেন। ২০ ফুট গভীর ও ২০ ফুট প্রস্ত ড্রেন খননের কারণে তার নবনির্মিত বহুতল ভবনটি ঝুঁকির মাঝে পড়েছে। বাঁধা দিতে গেলে পাইপস্থাপনকারীরা তাকে মামলা ও খুন করে গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। এখন তিনি তাদের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। অপর অভিযোগকারী দেলোয়ার হোসেন জানান, ড্রেন নিমার্ণে বাঁধা দেয়ায় মেম্বার হামিদ ও শাহাবউদ্দিন তাকেও বিভিন্ন ধরণের হুমকী দিয়েছেন। অভিযোগকারী হাফিজ উদ্দিন জানান, পাইপলাইন স্থাপনে তার বাড়িটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরে ক্ষতিপূণ হিসেবে তাকে ৫০ হাজার টাকা দিয়ে পাইপ স্থাপন করেছে।
স্থাণীয় লোকজন নাম প্রকাশ না করার সর্তে জানান, তাইপে বাংলা ফ্যাক্টরীটি বেশির ভাগই বনবিজ্ঞপ্তিত জমির উপর নিমার্ণ করা হয়েছে। ফ্যাক্টরী কতর্ৃপক্ষ প্রথমে ওই রাস্তাটির ক্ষতি করে সরু পাইপলাইন স্থাপন করে তাদের বর্জ্য লাউতি নদীতে ফেলতো। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সড়কটি ধ্বংস করে এমনকি এলাকার অনেকগুলো বাড়ি ঝুঁকিতে ফেলে পাইপলাইন স্থাপন করছে। স্থানীয়রা আরো জানান, ওই ডায়িং ফ্যাক্টরীতে কোন ইটিপি স্থাপন না করেই তাদের বিষাক্ত কালো রংয়ের বর্জ্য সরাসরি লাউতি নদীতে ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
স্থানীয় মেম্বার আব্দুল হামিদের সাথে তার মোবাইল নম্বরে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অশোভন আচরন করেন এবং বলেন, ফ্যাক্টরী কতর্ৃপক্ষই পাইপলাইন স্থাপন করছেন। তবে তিনি কাউকে হুমকী দেননি বলে জানান। অপর অভিযুক্ত শাহাব উদ্দিন জানান, বাঁধার কারণে বর্তমানে পাইপলাইন স্থাপন কাজ বন্ধ রয়েছে।
এই বিষয়ে ফ্যাক্টরীর সহকারী জেনারেল ম্যাানেজার (এজিএম) ইলিয়াসের সাথে কথা বলতে চাইলে তিনি অ্যাডমিন ম্যানেজার ফরিদের সাথে কথা বলতে বলেন। পরে চেষ্টা করেও কাজের ব্যাস্ততা দেখানোর কারণে অ্যাডমিন ম্যানেজারের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গুরুত্বপূর্ণ রাস্তাটি ঝুঁকিতে ফেলে পাইপলাইন নিমার্ণ করার জন্য তাইপে বাংলা ডায়িং ফ্যাক্টরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com