প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৪, ২০২১ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

মো: জাকির হোসেন, মময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করা দুই জন হলেন, ময়মনসিংহ সদরের  নাজনিন (৫৮)
টাঙ্গাইল জেলার সখিপুরের জেসমিন (৪৫)।
গত ২৪ ঘন্টায় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২  জন হলেন, নেত্রকোনার পুর্বধলার আফাজুদ্দিন (৮৫), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আব্দুর রোউফ  (৫৫) ও রাবেয়া (৭৪), জামালপুর সদরের  রত্না ( ৩২), গাজীপুর সদরের আব্দুর রাজ্জা (৭৫), নেত্রকোনা খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), টাঙ্গাইল সদরের  ম্রিনাল  (৬০), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা ( ৯২), ময়মনসিংহ সদরের ইলমা (২৪),  টাঙ্গাইল সদরের রাজিয়া, (৭০), ময়মনসিংহ সদরের নাসরিন  (৩৮) জামালপুর বকশীগঞ্জের  আব্দুল মান্নাফ  (৬০)।
আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন। মোট রোগী ৪২৬  জন
গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত হয়েছে  ২২৫  জন। নতুন ভর্তি হয়েছে ৬৬  জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন  ১৭ জন
 ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন  ২৫৭  জন।
 গত ২৪ ঘন্টায়  টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২২  জন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com